সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

গাজ্জাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জাবাসীর প্রতি সংহতি জানিয়ে আরও ২ কোটি ৩৬ লাখ ডলার (২৩.৬) অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।

সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীমের নেতৃত্বে হাজার হাজার মালয়েশিয়ান রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা স্কয়ারে সমবেত হয়ে গাজ্জাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরাইলের কার্যকলাপের নিন্দা জানান।

বক্তৃতায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম। গাজ্জায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলেও আখ্যা দেন তিনি।

সাদা পোশাক পরা এবং ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরে, নারী-পুরুষ ও শিশুরা গাজ্জার সমর্থনে একত্রিত হন, যেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম গাজ্জা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য আরও সহায়তার ঘোষণা দেন।

‘মাই মালয়েশিয়া উইথ গাজ্জা’ শিরোনামে আয়োজিত এই সমাবেশ ছিল ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলা তিনদিনব্যাপী ‘সুমুদ নুসান্তারা কার্নিভাল’-এর চূড়ান্ত পর্ব।

এসময়, ইসরাইলের ওপর বিদ্যমান চাপ অব্যাহত রাখতে মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img