সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

টাকা দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছে নিষিদ্ধ আ’লীগ: ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় টাকা দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে অর্থায়ন করছে দেশে ও দেশের বাইরে পালানো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে ঢাকায় এসেছিলেন টাকার বিনিময়ে। তারা অর্থের লোভে অনেকে ঢাকার বাইরে থেকে ঢাকা আসছেন। তাদেরকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ফাঁকা ফ্ল্যাট, হোটেলে রাখা হচ্ছে।

এতে আরও জানানো হয়, গ্রেপ্তার ২৪৪ নেতাকর্মীর বেশিরভাগ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছেন। গ্রেপ্তারদের মধ্যে ডিবি গ্রেপ্তার করেছে ৫০ জনকে, সিটিটিসি ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১০০ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে এবং উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শহীদুল্লাহ ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img