বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে এক হাজারের বেশি জায়গায় সমাবেশ

spot_imgspot_img

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলের এক হাজারের বেশি জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) থেকে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং রোববারও তা অব্যাহত রয়েছে বলে ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা খবর দিয়েছে।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে অন্তত পাঁচটি বিক্ষোভ মিছিল তার বাড়ির সামনে গিয়ে জড়ো হয় এবং সেখানে সমাবেশ করে। ইসরাইলের সংসদ ভবনের সামনে আরেকটি সমাবেশ করে।

বিক্ষোভকারীদের গতি রোধ করতে পুলিশ সড়ক আটকে রাখে কিন্তু বিক্ষুব্ধ জনতা তা ভেঙে সামনে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারী সাতজনকে পুলিশ আটক করে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য বেশ কয়েকটি মামলা রয়েছে। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। দিন দিন এ বিক্ষোভ সমাবেশের আকার বড় হচ্ছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img