পাকিস্তানের সঙ্গে আলোচনা করার জন্য তুরস্কে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের একটি প্রতিনিধি দল বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
মাওলানা মুজাহিদ বলেন, “প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাজ্জি নাজিব। কয়েক দিন আগে দোহায় যে চুক্তি সম্পন্ন হয়েছে, তার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা হবে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “গত সপ্তাহে সাম্প্রতিক সংঘর্ষের পর পাকিস্তান পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আজকের বৈঠকে দুই পক্ষের মধ্যে অমিমাংসিত বিষয়গুলো আলোচনা হওয়ার কথা রয়েছে।”
সূত্র: হুরিয়াত রেডিও









