চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক খুরশীদ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ ঘোষণা করলেও এখনো তার আইনি ভিত্তি তৈরি ও বাস্তবায়ন আদেশ জারি করতে পারেনি। এই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার অন্যতম দাবি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম আগ্রাবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসসহ সমমনা ইসলামি দলসমূহের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস, চট্টগ্রাম মহানগরী শাখা উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
সমাবেশে বক্তরা আরো বলেন, কট্টর হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধসহ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোটের মাধ্যমে তার শক্তিশালী আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ডা. এম এ সিদ্দীক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক, তার উত্তরণ ঘটাতে হবে। আমরা নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানাচ্ছি। পাশাপাশি সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান, ফ্যাসিবাদীদল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশ আরো বক্তব্য রাখেন, মহানগর সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন কামালী ও অধ্যাপক ইউশাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, আবুবকর সিদ্দিক আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, যুববিষয়ক সম্পাদক এম. ওবায়েদ নূর, সমাজ কল্যাণ সম্পাদক শামসুল ইসলাম ও ইসলামি ছাত্র মজলিস, চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবরারুল হক প্রমূখ।









