রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

ফিলিস্তিনিদের জন্য পাঠানো স্কটল্যান্ডের চিকিৎসা সরঞ্জাম আটকে দিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের নাবলুস শহরের জন্য উপহার হিসেবে পাঠানো চিকিৎসা সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ সামগ্রীসহ ফায়ার ইঞ্জিন জব্দ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাস্টমস কর্তৃপক্ষ। স্কটল্যান্ডের দমকলকর্মীদের পাঠানো উপহার ফেরত নিতে হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এ ঘটনায় ফায়ার ব্রিগেড ইউনিয়ন (এফবিইউ) বিষয়টি ব্রিটেনের পার্লামেন্টে তুলেছে। মানবিক সরঞ্জাম ছাড়ের দাবিতে ১৪ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে লন্ডনে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, গত বছর স্কটল্যান্ডের দমকলকর্মীরা চিকিৎসা সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ সামগ্রীসহ ফায়ার ইঞ্জিন পুনর্নির্মাণ করে পাঠান। কিন্তু ১৫ মাস পেরিয়ে গেলেও নাবলুসের ফায়ার সার্ভিস এখনো তা হাতে পায়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img