আমেরিকার দায়-দায়িত্বে থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির মাঝে ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (২৫ অক্টোবর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তাদের সকলেই ইসরাইলী সেনাদের গুলিতে শহীদ হয়েছেন।
এছাড়া ৩২৪ জন আহত হওয়ার কথাও জানানো হয়, যারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত ৪৮ ঘন্টায় ইসরাইলী হামলার শিকার ১৯ ফিলিস্তিনি গাজ্জার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যারা পরবর্তীতে মারা গিয়েছেন। এছাড়া আরো ৭জন আহত হয়, যাদের চিকিৎসা চলমান রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এও জানানো হয় যে, ৭ অক্টোবর ২০২৩ থেকে চলমান গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১ লক্ষ ৭০ হাজার ৩৮২ জন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ১১ অক্টোবর মিশরের কায়রোতে নতুন শান্তির বার্তা নিয়ে গাজ্জা যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি সাক্ষরের পূর্বে আমেরিকা জায়োনিস্ট ইসরাইলকে যুদ্ধবিরতির সকল শর্ত মেনে চলতে বাধ্য করবে বলে কথা দিয়েছিলো। এমনকি অবৈধ রাষ্ট্রটির ভূখণ্ডে ২০০ মার্কিন সেনাও মোতায়েন করেছিলো দেশটির সেন্ট্রাল কমান্ড। কিন্তু এরপরও বর্বর এই জাতির ফিলিস্তিনি নিধন থেমে নেই। মার্কিন প্রেসিডেন্ট উল্টো বলছেন, তিনি অতিসত্বর ইসরাইলকে তাদের জীবিত-মৃত সকল বন্দী এনে দিবেন।
মালয়েশিয়ার যাত্রাপথে কাতারে বিরতির সময় দেশটির আমিরের সাথে গাজ্জা যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করার কথাও রয়েছে তার।
সূত্র: আল জাজিরা









