অবরুদ্ধ গাজ্জা উপত্যকার আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়াকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। এর আগে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা তাকে ধরে নিয়ে যায়।
শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ডব্লিওএইচও জানায়, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় হাসপাতালের প্রধানকে বুধবার অন্য পাঁচজন স্বাস্থ্যকর্মীসহ আটক করা হয়েছিল। এ সময় তারা রোগীদের সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের মিশনে অংশ নিয়েছিল।
ডব্লিওএইচও আরও জানায়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির তিন চিকিৎসা কর্মী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন জনকে আটক করা হয়েছে। তারপর থেকে ছয়জনের মধ্যে দু’জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে আল-শিফা হাসপাতালের পরিচালকসহ বাকি চার স্বাস্থ্য কর্মীদের অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই।











