ধর্মীয় জ্ঞানসম্পন্ন এমপি-মন্ত্রী হলে শরীয়াহ আইন বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে। ধর্মীয় জ্ঞান সম্পন্ন এমপি, মন্ত্রী, স্পিকার বানাতে পারলে শরীয়াহ আইন বাস্তবতায়ন সম্ভব।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত ‘মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদেরা অংশ নেন।
ড. খালিদ হোসেন বলেন, ৫৪ বছর পর আলেম-ওলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তবে তাঁদের মধ্যে পারস্পরিক বন্ধন দুর্বল হলে এই অবস্থান টিকিয়ে রাখা কঠিন হবে।









