মঙ্গলবার | ২৫ নভেম্বর | ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়ার আগে দেওয়া বক্তব্যে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা অনন্য। ফ্যাসিবাদী সরকারের নানা নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ়চিত্তে জনগণের অধিকার আদায়ে লড়ে গেছেন। তার আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’

তিনি বলেন, ‘অসুস্থতার কারণে তিনি (খালেদা জিয়া) বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর দ্রুত রোগমুক্তির আশায় আমরা এই দোয়ার আয়োজন করেছি।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img