রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলী প্রতিনিধি দলের আমেরিকা সফর বাতিল করলেন নেতানিয়াহু

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজ্জা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। আর এরপরই বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরাইল।

গাজ্জায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের পর ইসরাইলী প্রতিনিধি দলের আমেরিকা সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। মূলত জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাবে আমেরিকা ভেটো না দেওয়ার জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের পর সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে তার দেশের শীর্ষ একটি প্রতিনিধি দলের আনুষ্ঠানিক সফর বাতিল করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ