বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

তৃতীয় দিনে ২ ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সকাল ৮টায় তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এর দুই ঘণ্টার মধ্যে ওই সময়ে বিক্রি করা পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সব টিকিট শেষ হয়ে যায়। আর এসব টিকিট সংগ্রহ করতে ওয়েবসাইটে ৯৫ লাখের বেশি হিট করেছিলেন টিকিটপ্রত্যাশীরা।

মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, আজ সকালে আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছিল। কিন্তু বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এসব টিকিট সংগ্রহ করতে টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট করেন। পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজারের মতো।

এদিকে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img