বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তুরস্ক: এরদোগান

সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

সোমবার দেশটির কৃষ্ণ সাগরীয় শহর কোরামে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এরদোগান বলেন, “বিচ্ছিন্ন সন্ত্রাসবাদের হুমকি থেকে তুরস্ককে মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে, প্রতিবেশী দেশ সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী করিডোর তৈরির মাধ্যমে তুরস্ককে ঘেরাও করার পরিকল্পনা নস্যাৎ ও দায়েশের বিরুদ্ধে তুরস্কের সফল অভিযানের কথা তুলে ধরেন এরদোগান।

তিনি বলেন, বর্তমানে তুরস্কের কাছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন রয়েছে। এসব মনুষ্যবিহীন ড্রোনের মাধ্যমে তুর্কি সীমান্ত থেকে ৩০০-৩৫০ মাইল দূরে সরিয়ে দেওয়া বা পরিপূর্ণভাবে হত্যা করতে পারে।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ