ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের ফোনালাপ হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ফোনকলে গাজ্জাবাসীদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন আল নাহিয়ান। এছাড়া স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন তিনি।
এছাড়া ট্রাম্প ও আল নাহিয়ানের ফোনালাপে গাজ্জা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা জানা যায়নি।