আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে নিজেদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। লাল-সবুজে ঘেরা অ্যানিমেশন করা ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে।
গুগলের সার্চ বক্সের ঠিক ওপরে চোখ রাখতেই দেখা যায়, লাল রঙের বক্ররেখার মাঝে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা।
এই ডুডলে ক্লিক করলেই খুলে যায় স্বাধীনতা দিবস সংক্রান্ত নানা ওয়েবসাইটের তালিকা। সেখানে রয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রামের নানা অজানা তথ্য।
গুগল ডুডলের নিজস্ব পেজেও রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে বিশেষ লেখা। সেখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে স্বাধীনতা দিবস ও স্বাধীনতা পদকের তাৎপর্য।
গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। ২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রথমবার ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসসহ বাংলাদেশের বিশেষ দিনগুলোয় ডুডল প্রকাশ করছে গুগল।
উল্লেখ্য, গুগল ডুডল হলো গুগল কর্তৃক ডিজাইনকৃত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম – মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের প্রধান পাতায় তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত শিল্পসম্মত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের প্রধান পাতায় তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়।