শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত হয়েছে ২৫টি গ্রাম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ঝালকাঠির কাঁঠালিয়ায় ও পূর্ণিমার জোয়ারে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। বিশখালি নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পাওয়ায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনসহ শতশত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের তালিয়ে গেছে।

উপজেলার কাঁঠালিয়া ও বড় কাঁঠালিয়া গ্রামে বিশখালি নদীর বেড়িবাঁধ ভেঙে ওই এলাকা ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিভিন্ন এলাকার শস্যের খেত ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন, লঞ্চঘাট এলাকা, কাঁঠালিয়া, বড় কাঁঠালিয়া, আউরা, জয়খালী, কচুয়া, রঘুয়ার চর, আমুয়া বন্দর বাজার, সরদার পাড়া, জোড়খালী, বাঁশবুনিয়া, ছোনাউটা, মরিচবুনিয়া, আওরাবুনিয়া, হেতালবুনিয়া, চিংড়াখালী, জাঙ্গালিয়াসহ ২৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img