ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এমপি স্টেফানো আপুজ্জো।
শনিবার (২৫ মে) ‘আলজাজিরা প্যালেস্টাইন’-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও থেকে এ তথ্য জানা যায়।
ভিডিওতে দেখা যায়, রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এই এমপি। হেঁটে হেঁটে চলে যান ব্যালকনিতে। সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা।
ব্যালকনি থেকেই চিৎকার করে তিনি বলেন, গণহত্যায় ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে, গাজ্জায় মৃত্যু হয়েছে ৩৫ হাজার ফিলিস্তিনির।











