শনিবার | ১২ জুলাই | ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪৭ জনের মৃত্যু; আক্রান্ত ১৫ হাজার ১৯২

spot_imgspot_img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। ফলে বাংলাদেশে এই ভাইরাসে মৃত্যুর সব রেকর্ড ভাঙল আজ। এর আগে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৩১। আজকের তথ্যসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন, যা দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে একদিনে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। আজকের তথ্যসহ দেশে মোট করোনা শনাক্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

সোমবার (২৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২২৮ জনের মৃত্যু হয়। সেদিন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১১ হাজার ২৯১ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img