মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

প্রায় ডজনখানেক দেশে রাষ্ট্রদূত পাঠিয়েছে আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে তারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে প্রায় ডজনখানেক রাষ্ট্রদূত প্রেরণ করেছে। রাজধানী কাবুলের সরকারি তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। মন্ত্রণালয়ের এক বছরের কার্যক্রম ও সাফল্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পাশাপাশি রাশিয়ার স্বীকৃতি, আমেরিকার সঙ্গে সরাসরি বৈঠক, বহু আন্তর্জাতিক সফর, ভিসা-পাসপোর্ট সেবা এবং অর্থনৈতিক প্রকল্পে অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে।

রাশিয়ার স্বীকৃতি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, “রাশিয়ার পক্ষ থেকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি বড় অর্জন এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই স্বীকৃতির মাধ্যমে দেশের বৈদেশিক সম্পর্ক এখন পারস্পরিক বোঝাপড়ার সীমা ছাড়িয়ে স্বীকৃতির স্তরে উন্নীত হয়েছে।”

তিনি জানান, “চীন, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানের পর গত বছর রাশিয়া, পাকিস্তান ও তুরস্কেও কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত হয়েছে। কাজাখস্তান রাষ্ট্রদূত গ্রহণে সম্মত হয়েছে এবং শিগগিরই প্রতিনিধি উপস্থাপন করা হবে। এছাড়া জার্মানি, নরওয়ে, ভারত ও ইন্দোনেশিয়াতেও রাষ্ট্রদূত পাঠানো হয়েছে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মাওলানা মুত্তাকী বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এখনো আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ভিত্তিতে আমেরিকাসহ সকল দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের পরিচালক ড. মুহাম্মাদ শোয়েব বরিয়ালী জানান, “গত বছর ১৭৬টি দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার বিদেশিকে ভিসা দেওয়া হয়েছে, যা ১৪৪৬ হিজরি সনে আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। এছাড়া আফগান প্রতিনিধিদের ১০০টির বেশি আন্তর্জাতিক সফর সমন্বয় ও সহায়তা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু দেশের নিষিদ্ধ তালিকা থেকে ‘তালেবান’ নামটি এবং ইমারাতে ইসলামিয়ার কয়েকজন নেতার নাম আমেরিকার পুরস্কার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “গত বছর কাবুল শহর রাশিয়া, বেলারুশ, আমেরিকা, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ইরান, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছে।”

অর্থনৈতিক ও আঞ্চলিক প্রকল্প বিষয়ে বলা হয়, “আফগান-ট্রান্স রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাপি প্রকল্পের বাস্তব কাজ শুরু হয়েছে এবং কাসা-১০০০ ও লাজওয়ার্দ রুটসহ অন্যান্য আঞ্চলিক সংযোগ প্রকল্পেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”

প্রশিক্ষণ কার্যক্রম প্রসঙ্গে জানানো হয়, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিপ্লোম্যাসি ইনস্টিটিউটের মাধ্যমে মন্ত্রণালয় এবং অন্যান্য আফগান সংস্থার শতাধিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।”

ইউরোপে পাসপোর্ট সেবা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, “জার্মানির বন শহরে চার বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে পাসপোর্ট প্রিন্টিং কেন্দ্র। এতে ইউরোপে বসবাসরত আফগানদের সমস্যা কার্যকরভাবে সমাধান হবে।”

তারা আরও জানায়, “বর্তমানে বিশ্বের ২৯টি স্থানে পাসপোর্ট ইস্যুর সেবা চালু রয়েছে, যা আগে ছিল মাত্র ১৭টিতে। এছাড়া ৭৯ ধরনের নথি যাচাই ও সত্যায়ন সেবা দেওয়া হচ্ছে, যেখানে আগের সংখ্যা ছিল ৪৯টি।”

সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রসঙ্গে বলা হয়, “রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং শুল্ক ছাড়-ভিত্তিক চুক্তিগুলোর ফলে ইমারাতের বাণিজ্য ভারসাম্য আরও ইতিবাচক হয়েছে।”

মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আরও জানায়, “এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্থগিত প্রকল্প পুনরায় চালু, বেসরকারি খাতের সহায়তা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img