শনিবার | ১২ জুলাই | ২০২৫

মোদির উদ্দেশ্যে তালেবান নেতা বললেন, আমাদের সক্ষমতা শিগগিরই জানতে পারবে ভারত

spot_imgspot_img

তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়ীত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেহ প্রকাশ করায় তার জবাব দিয়েছে সংগঠনটি। তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা মাওলানা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রেডিও পাকিস্তানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এর আগে তালেবানের আন্দোলনকে সন্ত্রাসের সাথে তুলনা করে গত ২০ আগস্ট এক টুইটার পোস্টে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, সন্ত্রাসের ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না।

মোদিকে হুঁশিয়ারি উচ্চারণ করে তালেবান নেতা বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে তালেবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ হলো পাকিস্তান। আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ায় তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img