মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জার শিশুদের জন্য ৫ লাখ ইউরো ঘোষণা করলেন ডাচ ফুটবলার আনোয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার শিশুদের জন্য ৫ লাখ ইউরো প্রদানের ঘোষণা দিয়েছেন মরোক্কোর বংশোদ্ভুত ডাচ ফুটবলার আনোয়ার আল গাজী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এক্স বার্তায় আল গাজী বলেন, “আমি জার্মানির ফুটবল ক্লাব মেইনজ’কে প্রধানত দুটি কারণে ধন্যবাদ দিতে চাই। প্রথমত, যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য, যা মূলত গাজ্জার শিশুদের সাহায্যের জন্য পাঠানো হবে। দ্বিতীয়ত, আমাকে চুপ রাখানোর প্রচেষ্টার জন্য। কারণ এটিই আমাকে গাজ্জার নিপীড়িত ও নিঃশব্দ মানুষগুলোর পক্ষে আওয়াজ তুলতে সাহায্য করেছে।

উল্লেখ্য, ২৯ বছর বয়সী এই ডাচ ফুটবলার জার্মান ফুটবল ক্লাব মেইনজের একজন চুক্তিভুক্ত খেলোয়াড়। গত বছর ইসরাইল-ফিলিস্তিন সংঘাত শুরু হলে তিনি গাজ্জার পক্ষ নেন। এতে তাকে বহিষ্কার ও মাসিক বেতন আটকে দেয় মেইনজ। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হন আল গাজী। দীর্ঘ আট মাস পর আদালত তার পক্ষে রায় দেয়। ফলে এই সব মাসের বেতন তাকে দিতে বাধ্য হয় জার্মান ফুটবল ক্লাবটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ