এতদিন অস্বীকার করলেও এবার সুস্পষ্টভাবে মুসলিমদের ৩য় পবিত্রতম স্থান মসজিদে আকসায় ইহুদিদের উপসনালয় সিনেগগ নির্মাণের ইচ্ছার কথা জানালেন গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর।
সোমবার (২৬ আগস্ট) ইসরাইল’স আর্মি রেডিও নামক মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, অধিকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত টেম্পল মাউন্টে (আকসা মসজিদে) প্রার্থনার সমান অধিকার রয়েছে ইহুদিদের। এতে প্রার্থনার যে পলিসি রয়েছে তাতে মুসলিমদের ন্যায় ইহুদিদের প্রার্থনার আইনও সমানভাবে সংরক্ষিত।
তিনি আরও বলেন, প্রার্থনার এই সমঅধিকার রক্ষায় আমি সেখানে একটি সিনেগগ নির্মাণ করতে চাই।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এবারই প্রথম সুস্পষ্ট ভাষায় মসজিদে আকসায় সিনেগগ নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর। ইতোপূর্বে এতে ইহুদিদের উপাসনার সুযোগ প্রদানের বিষয়ে কথা বললেও কখনোই সিনেগগ নির্মাণের স্পষ্ট বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।
২০২৩ থেকে তার ছত্রছায়ায় ইহুদিবাদীরা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিদিন মসজিদে আকসায় প্রার্থনা করা শুরু করে। এসব তাণ্ডবে ইসরাইলী পুলিশদেরও হামলা ও সহায়তা করতে দেখা যায়। এর পূর্বে মসজিদে আকসা কর্তৃপক্ষ ইহুদি ধর্ম মোতাবেক শুধুমাত্র শুক্র-শনি দু’দিন উপাসনার অনুমোদন দিয়েছিলো।
সূত্র: আনাদোলু











