ইসরাইলের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর জন্য হিজবুল্লাহর প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। “শক্তিশালী ও নির্ভুল” আক্রমণের জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছে সশস্ত্র সংগঠনটি। একই সঙ্গে ফিলিস্তিনের অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলোও এই হামলার জন্য শুভকামনা জানিয়েছে হিজবুল্লাহকে।
হামাসের মতে, এই হামলাটি ছিল ইসরাইলের মুখে সরাসরি একটি চপেটাঘাত।
রবিবার এক বিবৃতিতে স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, “হামলার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে, ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ ও সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে রেহাই পাওয়া যাবে না। আমরা অবশ্যই এর মোক্ষম জবাব দিব।”
এদিকে এমন হামলায় হিজবুল্লার প্রতি অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের আরেকটি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ।
উল্লেখ্য, গত রবিবার সকালে ইসরাইলের বিভিন্ন স্থাপনা জুড়ে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব রকেট একেবারে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই হামলার পরপরই দেশটিতে ৪৮ ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতিল ঘোষনা করা হয়েছে সকল ফ্লাইট।
সূত্র: প্রেস টিভি











