মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

৩ সপ্তাহের মধ্যে গাজ্জায় ‍যুদ্ধবিরতি হবে: ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে।

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’

তিনি বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরাইলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরাইলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আল-জাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img