শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলি বাহিনী লেবাননে স্থল আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে

ইসরাইলের সেনাপ্রধান বুধবার তার সৈন্যদের বলেছেন, তারা যেন লেবাননে সম্ভাব্য স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত থাকে। এরই মধ্যে ইসরাইলের জঙ্গি বিমানগুলো পর পর তৃতীয় দিনের মতো হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুর উপর বোমা বর্ষণ করেছে।

সামরিক বাহিনীর প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল হারজি হালাভি ট্যাংক ব্রিগেডকে বলেন, ‘আপনারা এখানে বিমানের শব্দ শুনতে পারছেন; আমরা সারাদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছি, যেমন আপনাদের প্রবেশের সম্ভাবনা তৈরির জন্য তেমনি হিজবুল্লাহর উপর আঘাত হানা অব্যাহত রাখার জন্য।’

হালেভি বলেন, ‘আমরা থামছি না । আমরা তাদের উপর আক্রমণ চালানো এবং সর্বত্র তাদের ক্ষতি সাধন অব্যাহত রাখবো। আর সে জন্য আমরা অনুশীলন করে যাচ্ছি এবং বিষয়টা হচ্ছে আপনাদের সামরিক বুট জুতা, আপনাদের এই অনুশীলনের বুট জুতা শত্রুর অঞ্চলে প্রবেশ করবে।’

হালেভি বলেন, ‘আজ হিজবুল্লাহ তাদের গুলি করার পরিধি বাড়িয়েছে এবং আজই তারা কড়া জবাব পাবে। আপনারা তৈরি থাকুন।’

ইসরাইল আরো বলেছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সদস্যদের বিরুদ্ধে লড়তে তারা তাদের রিজার্ভ বাহিনীকে সক্রিয় করেছে।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ইসরাইলি আঘাতে বুধবার ৫০ জন নিহত হয়েছে । এর ফলে তিন দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫। এবং আহত হয়েছে দু’হাজারে বেশি মানুষ।

সূত্র : ভয়েস অব আমেরিকা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ