প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মূলত বিহার রাজ্যে নথিপত্রহীন বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে বিজেপির তোলা অভিযোগের জবাবে এই আহ্বান জানান ওয়েইসি।
বিহারে বিধানসভা নির্বাচন হবে চলতি বছরেই। নির্বাচন কমিশন আগামী মাসেই যে কোনো সময় ভোটের তারিখ ঘোষণা করতে পারে। এর মধ্যেই বড় অভিযোগ হলো, বিহারে নথিপত্রহীন বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি এই অভিযোগ তোলে।
গত সপ্তাহে পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিরুদ্ধে ‘অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগ তোলেন। তারই জবাবে ওয়েইসি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বলেন, বিহারে বা সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। এই অঞ্চলে এআইএমআইএম গত নির্বাচনে বড় সাফল্য পেয়েছিল।
ওয়েইসি বলেন, মোদী জি বলেন বিহারে বাংলাদেশি আছে। মোদী জি, বিহারে বা সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনারা তো দিল্লিতে বসিয়ে রেখেছেন ‘বাংলাদেশ থেকে আসা একজন বোনকে’। তাকে বাংলাদেশে পাঠান। সীমান্তে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দেব।