শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

যুদ্ধবিরতির পর থেকে গাজ্জায় ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতির পর থেকে ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ভূখণ্ডটিতে ইসরাইলের সামরিক বাহিনীর হামলায় মোট ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আর এ সময় আহত হয়েছেন আরও ৩২৪ জন। মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তারা জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরো ১৯ জন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ