বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল আগামী ডিসেম্বর থেকে শুরু হতে পারে। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।
বুধবার (২৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।
করাচি-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে পাকিস্তানের মাহান এয়ার। হাইকমিশনার বলেন, এটি দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও শিক্ষাসহ নানা খাতে সহযোগিতা আরও জোরদার করবে।
তিনি জানান, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা ইস্যু করা হচ্ছে।
বাণিজ্যের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস ও পোশাক রপ্তানি করতে পারে।
শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে বলেও জানান তিনি। এছাড়া পাকিস্তানের একটি শিক্ষা প্রতিনিধিদল শীঘ্রই বাংলাদেশে আসছে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা নিতে যায়।
বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলার, যা কয়েক বছরের মধ্যে ৩ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে এই বাণিজ্য আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।









