শনিবার, মে ১০, ২০২৫

আরব আমিরাতে পৃথিবীর বৃহত্তম কুরআন একাডেমির উদ্বোধন

spot_imgspot_img

আরব আমিরাতের শারজাহ শহরে পবিত্র কুরআন কারীম বিষয়ক পৃথিবীর বৃহত্তম একাডেমি উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শারজার প্রধান শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মুহাম্মাাদ আল কাসিমী কুরআন একাডেমির স্মৃতিফলক উন্মোচন করেন।

শারজাহ শহরের মুআল্লিয়া শিল্পাঞ্চলে প্রায় ৭৫ হাজার স্কয়ার মিটার স্থানজুড়ে কুরআন একাডেমিটি অবস্থিত। ৩৪টি গম্বুজ ও ৮ তারা বিশিষ্ট বিশাল ভবনে এ স্থাপনা তৈরি করা হয়। একাডেমিটি কুরআনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যভিত্তিক জাদুঘরের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে হয়। তাছাড়া এটিকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে তৈরি কুরআনের অনুলিপির অনন্য সংগ্রহশালা মনে করা হয়।

উক্ত কুরআন একাডেমিতে কুরআনের প্রাচীন ৬০টি অনুলিপি ও প্রত্নতাত্ত্বিক পাণ্ডুলিপি তাতে আছে। তাছাড়া ৯৬০ হিজরির পুরোনো ১৮ টি কিসওয়া আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদানকালে সুলতান বিন মুহাম্মাদ বলেন, কুরআন একাডেমি কেবল একটি জাদুঘর নয়, বরং এখানে বিভিন্ন সময় অনেক সেমিনার, গবেষণা ও নানা রকম অনুষ্ঠান হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img