শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত দেশ হতে যাচ্ছে তুরস্ক: এরদোগান

তুরস্ক আগের চেয়েও দ্রুত গতিতে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত দেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার (২৫ ডিসেম্বর) তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একাধিক উন্নয়ন অবকাঠামোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এরদোগান বলেন, আমরা আগের চেয়েও দ্রুত গতিতে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি ও বর্তমানের উদ্বৃত্ত অর্থের মাধ্যমে তিনি তুরস্কের সমৃদ্ধি আনায়ন করবেন।

তিনি বলেন, অর্থনৈতিক সম্ভবনা ও বিভিন্ন শিল্প-কারখানা নিয়ে গাজিয়ানটেপ অন্যতম সমৃদ্ধ নগরী। তুরস্ক তাদের উন্নয়নের জন্য যে সকল কর্মযজ্ঞ চালাচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ হলো গাজিয়ানটেপ। কারণ, আমরা গত ১৯ বছরে গাজিয়ানটেপে ৪৫ বিলিয়ন তুর্কি লিরা বিনিয়োগ করেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ