৬ জিম্মি মুক্তির বিনিময়ে উত্তর গাজ্জায় ফিরতে পারবেন ফিলিস্তিনিরা। এ সপ্তাহর মধ্যেই ইসরাইলের ঐ ছয় জিম্মিকে মুক্তির বিষয়ে নিশ্চয়তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
অন্যদিকে এই ঘোষণার পরপরই নেতানিয়াহুর সরকার বলেছে, আজ থেকে ফিলিস্তিনিরা গাজ্জার উত্তরাঞ্চলে ফেরা শুরু করতে পারবেন।
সোমবার (২৭ জানুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।
যুদ্ধবিরতির পর গাজ্জার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ বাড়িঘরে ফিরতে চাইছেন। এ জন্য তাদের নেৎজারিম করিডর পার হয়ে আসতে হবে। কিন্তু ইসরাইল সেখানে উপকূলীয় একটি মহাসড়ক অবরোধ করে রেখেছে। তারা উত্তর গাজ্জায় ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের মহাসড়ক পার হতে দিচ্ছে না।
এদিকে গাজ্জায় গাড়ি ও টং-গাড়িতে করে নিজেদের জিনিসপত্র নিয়ে হাজার হাজার ফিলিস্তিনি নেৎজারিম করিডরের কাছে অপেক্ষা করছেন। সেখানে রীতিমতো ভিড় জমে গেছে। ভিড় করা ফিলিস্তিনিরা নেৎজারিম করিডর পার হয়ে উত্তর গাজ্জায় নিজেদের বাড়িঘরে ফেরার অপেক্ষা করছেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকেই অ্যাডরি সোমবার বলেছেন, গাজ্জার উত্তরের বাসিন্দারা স্থানীয় সময় সকাল সাতটা থেকে পায়ে হেঁটে ফিরে আসা শুরু করতে পারবেন এবং সকাল ৯টা থেকে গাড়িতে করে ফিরতে পারবেন।