রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলী দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া মার্কিন সেনার মৃত্যু

গাজ্জা যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেওয়া সেই মার্কিন বিমান সেনার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

এর আগে, ইসরাইলী দূতাবাসের বাইরে আগুন লাগার একটি বার্তা পেয়ে ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দুপুরের দিকে ঘটনাস্থলে ছুটে আসেন।

তারা এসে দেখেন সিক্রেট সার্ভিসের অফিসাররা ইতোমধ্যেই ওই বিমান সেনার শরীরের আগুন নিভিয়ে ফেলেছেন।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, লোকটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই বিমান সেনার মৃত্যু হয়।

এয়ার ফোর্সের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন, তিনি এয়ার ফোর্সের একজন সক্রিয় সদস্য।

টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যারন বুশনেল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের এক মুখপাত্র।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ