সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

হেফাজতের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান


ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ-সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হত্যা এবং হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) এই কর্মসূচী পালিত হয়।

হেফাজতের উপজেলা সভাপতি মাওলানা হাফেজ জাকারিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণে করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান হানিফ বলেন,মোদী বিরোধী আন্দোলনে চট্টগ্রাম হাটহাজারীতে ঢাকা বায়তুল মোকাররমে,যাত্রাবাড়ী ও বি-বাড়ীয়ায় পুলিশ যেভাবে নিরিহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা করেছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। অনতিবিলম্বে অভিযুক্ত প্রশাসনের লোকদের গ্ৰেফতার করে আইনের আওতায় আনতে হবে,অন্যথায় এদেশের আঠারো কোটি তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে আমীরে হেফাজতের নেতৃত্বে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে, ইনশা আল্লাহ।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সহ-সভাপতি মাওলানা ইউনুস,কৈয়গ্ৰাম মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুনির হোসেন কাসেমী,কৈয়গ্ৰাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা জোবাইর, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফৌজুল আজীম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ইয়ার মোহাম্মদ, মাওলানা মুরশেদ আলম,অর্থ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, প্রচার সম্পাদক হাফেজ ফারুক হোসাইন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন খান প্রখুম।

সভাপতির বক্তব্যে মাওলানা হাফেজ জাকারিয়া ছাত্র জনতার উপর হামলাকারী প্রসাশনের লোকদের শাস্তির দাবি জানান এবং আগামীকালের হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img