রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকার আন্তরিকতা সন্দেহজনক: চীন

গাজ্জায় যুদ্ধবিরতি ব্যাপারে আমেরিকার আন্তরিকতা সন্দেহজনক, গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ কথা বলেছেন।

তিনি বলেছেন,জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২৫ মার্চ গৃহীত ২৭২৮ নং প্রস্তাব এবং রমজান মাসে গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানানো হয়। নিরাপত্তা পরিষদে বাস্তব ব্যবস্থা গ্রহণে অনেক বার বাধা দেওয়ার পর এবার আমেরিকা ভোটদান থেকে বিরত ছিল। তবে তারপর আমেরিকা তা করেছে এবং এর ফলে আমেরিকার রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে মানুষ সন্দেহ করছে।

কেং শুয়াং জোর দিয়ে বলেন, প্রস্তাব নং ২৭২৮সহ সব প্রস্তাব বাধ্যতামূলক- তাতে কোনো সন্দেহ নেই এবং তাকে চ্যালেঞ্জ করা যাবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমেরিকাকে এ নিয়ম মানতে হবে।

ইসরাইলকে এ প্রস্তাব অনুযায়ী গাজ্জায় সামরিক আক্রমণ এবং সাধারণ মানুষকে শাস্তি দেয়া বন্ধ করার আহ্বান জানায় চীন। পাশাপাশি, আমেরিকাকে গঠনমূলক ভূমিকা পালন করে ইসরাইলের উপর চাপ দেয়া এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে প্রস্তাব বাস্তবায়ন করার তাগিদ দেয় চীন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ