শুধু তেলাওয়াত নয়, কুরআনের নির্দেশনায় রাষ্ট্র পরিচালনা করতে হবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রো-ভাইস চ্যান্সেলার আন্তর্জাতিক মৎস বিজ্ঞানী ড. মুহাম্মদ আলী আজাদী।
তিনি বলেন, মানবরচিত মতবাদ দিয়ে পৃথিবীতে কখনো ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কেননা, মানব আইন হয় অপূর্ণ ও অদূরদর্শী। সেজন্য বারবার আইনের পরিবর্তন ও সংস্কার হতে থাকে। সর্বোপরি সৃষ্টিকর্তার সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়টিও আইনে লক্ষ রাখা জরুরি, যা ঐশী জ্ঞান ছাড়া সম্ভব নয়। তাই মানুষের ইহ-পারলৌকিক কল্যাণের নিমিত্তে অপরিবর্তনীয়, সর্বজনীন কোনো বিধিবিধান প্রয়োজন। সেই প্রয়োজন পূরণ করেছে যুগে যুগে নাজিল হওয়া আসমানি কিতাবগুলো।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ড. আলী আজাদী বলেন, কুরআন শুধু তেলাওয়াত করা ও চুমু খাওয়ার জন্য নাজিল হয়নি। কুরআন নাজিল হয়েছে আল্লাহর নির্দেশ মতো রাষ্ট্র পরিচালনার জন্য। কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালিত হলে সন্ত্রাস, সুদ, ঘুষ ও দূর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক,উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, বিশিষ্ট চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, এলডিপি চন্দনাইশ উপজেলার সেক্রেটারী আখতার আলম, চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি আব্দুল মাবুদ প্রমুখ।