বুধবার, মে ২৮, ২০২৫

তুরস্কে নতুন সংবিধান প্রণয়নের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট এরদোগান

spot_imgspot_img

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একটি নতুন, বেসামরিক এবং স্বাধীনতানির্ভর সংবিধান তৈরির উদ্যোগ ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, বর্তমানে কার্যকর ১৯৮২ সালের সংবিধানে নানা সংশোধনী এলেও সেটি এখনো সামরিক যুগের ছাপ বহন করে। এরদোগান বলেন, “এই সংবিধান আমাদের ওপর চাপিয়ে দেওয়া মৃত মাটির মতো। নতুন সংবিধান সেই ছাপ ঝেড়ে ফেলার সুযোগ দেবে।”

মঙ্গলবার (২৭ মে) আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রাদেশিক শাখা সভাপতিদের এক সভায় প্রেসিডেন্ট এরদোগান এ ঘোষণা দেন।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “গতকাল থেকে আমি ১০ জন আইনজীবীকে দায়িত্ব দিয়েছি। তারা নতুন সংবিধান তৈরির কাজ শুরু করবেন।”

তিনি জানান, নতুন সংবিধান হবে এমন একটি দলিল, যেখানে থাকবে আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি একটি পূর্ণাঙ্গ স্বাধীনতার তালিকা।

তিনি বলেন, “এই সংবিধান তুরস্কের গণতন্ত্রের পরিপক্বতা প্রমাণ করবে এবং জাতির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।”

এরদোগান বলেন, বিগত ২৩ বছর ধরে সরকার নতুন ও বেসামরিক সংবিধানের উদ্যোগ নিয়েছে, কিন্তু প্রতিবারই বিরোধীদের অনমনীয় আচরণে তা থেমে গেছে। এইবার আমরা সংসদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে একসাথে কাজ করতে চাই।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img