শনিবার, মে ২৪, ২০২৫

তিউনিসিয়ায় জারি করা হয়েছে ১ মাসের কারফিউ

spot_imgspot_img

প্রধানমন্ত্রীকে বরখাস্তের পর দেশে এক মাসের কারফিউ জারি করেছে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে এই কারফিউ।

মঙ্গলবার (২৭ জুলাই) এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জানা যায়, সোমবার (২৬ জুলাই) রাতে প্রেসিডেন্টের এই আদেশ জারি করা হয়।

কারফিউ চলাকালে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে জরুরি প্রয়োজনে বের হওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে রবিবার রাতে প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে বিচার ও প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়।

প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। তবে প্রেসিডেন্ট এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img