বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ত্রাণ নিতে যাওয়া ৪২ জনকে হত্যা করল ইসরাইল; ক্ষুধায় মৃত্যু আরও পাঁচজনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় তীব্র খদ্য সংকট ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭১ ফিলিস্তিনির প্রাণ নিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে ত্রাণ প্রার্থী ছিলেন ৪২ জন। সেই সাথে ইসরাইলের অবরোধজনিত ক্ষুধায় মৃত্যু হয় আরও পাঁচজনের।

আজ রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরাকে দেওয়া তথ্যে চিকিৎসা সূত্রগুলো জানায়, শনিবার একদিনেই গাজ্জাজুড়ে ইসরাইল হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন ত্রাণ প্রার্থী।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলের অবরোধজনিত ক্ষুধায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ