যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফের নাম-পরিচয় প্রকাশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
রোববার (২৭ জুলাই) বিকেলে ছয় পৃষ্ঠার এ তালিকা প্রকাশ করা হয়। তালিকার সব পৃষ্ঠায় সই করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
মাইলস্টোন কলেজের প্রতিবেদন অনুযায়ী- বিমান বিধ্বস্তে এ পর্যন্ত তাদের প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফ মিলিয়ে ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন ছাত্র-ছাত্রী। তিনজন অভিভাবক, দুইজন শিক্ষক এবং একজন অফিস স্টাফ (আয়া)।
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ৫৮ জন। তাদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৪৯ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছে ৯ জন।
চিকিৎসাধীন ৪৯ জনের মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। তাদের অবস্থা গুরুতর। বাকি ৪৬ জন ওয়ার্ডে ভর্তি। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল (অ্যাডমিন) মোহাম্মদ মাসুদ আলম জানান, গত ২৩ জুলাই অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। সেখানে শিক্ষক এবং অভিভাবকও ছিলেন। কমিটি তিন কর্মদিবস কাজ করে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে হতাহতদের নাম-পরিচয় উঠে এসেছে।