বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

ইন্তিকাল করেছেন নুরানী তালীমুল কুরআন বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা ইউনুছ

চট্টগ্রাম নুরানী তালীমুল কুরআন বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও আল-হুদা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাকালীন শুরা ও আমেলার গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা ইউনুছ ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর।

মাওলানা ইউনুছ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগতেছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আগে তিনি হাটহাজারীর আলিফ হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

ইন্তিকালের সময় তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যা আর ১২ জন নাতি নাতনি রেখে যান।

মাওলানা ইউনুছের জানাজার নামাজ এদিন বাদ মাগরিব হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযা পুর্ব বক্তব্য রাখেন, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ, মুফতী জসীম উদ্দীন, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির এবং পরিবারের পক্ষ থেকে মাওলানা আসাদ উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমদ কোরেশী, শাইখুল হাদীস আল্লামা শোআইব জমিরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলী আজম, ইলিয়াস তালুকদার প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img