বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা রাষ্ট্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে: মির্জা আজম

spot_imgspot_img

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই ৭৫’এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে এদেশে ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি করেছিল। সেই চেতনা বিরোধীরা এখনো সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে, তারা সুযোগ পেলেই আরও একবার ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি করবে। তাই শোকের মাস আগস্ট এলেই বঙ্গবন্ধুর কন্যা এবং তাদের পরিবার নিয়ে আমরা উৎকণ্ঠায় থাকি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকালে সমাজসেবা অধিদপ্তর ও প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, এই শোকের মাসে সরকারি একটি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠান চলছে, অথচ এই অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। এটা অনিচ্ছাকৃত কোনো ভুল নয়, যারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে না, এ ধরনের কাজ তাদের দ্বারাই সম্ভব। আমার নির্বাচনী এলাকায় প্রায় দু বছর ধরে সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রকল্প চলছে, অথচ জনপ্রতিনিধি হিসেবে আমি নিজেই এই প্রকল্পের বিষয়ে জানি না। এই প্রকল্পের কাজ কতটা স্বচ্ছভাবে হচ্ছে সেটা বিষয়েও খোঁজ নিতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img