সোমবার | ২৭ অক্টোবর | ২০২৫

পাকিস্তানের পরিবর্তে বিকল্প বাণিজ্যপথ খুঁজছে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূর উদ্দিন আজিজী বলেছেন, ইমারাতে ইসলামিয়া আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও ট্রানজিটের জন্য পাকিস্তানের পরিবর্তে অন্য পথ খুঁজে বের করার চেষ্টা করছে।

আফগান–কাজাখ বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের আগে তিনি এ কথা বলেন।

নূরউদ্দিন আজিজী বলেন, “ইমারাতে ইসলামিয়া চার বছর আগে থেকেই পাকিস্তানের পরিবর্তে বাণিজ্য ও ট্রানজিটের জন্য নতুন, কার্যকর ও যুক্তিসঙ্গত পথ অনুসন্ধান শুরু করেছে। বর্তমানে এই প্রচেষ্টা আরও দ্রুতগতিতে চলছে।”

তিনি বলেন, “আমরা এই প্রচেষ্টা জোরদার করেছি, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে আফগান ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক ও ট্রানজিট রুট বন্ধ রেখেছে, যার ফলে আফগান রপ্তানি কার্যক্রমে বড় বাধা সৃষ্টি হয়েছে।”

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান বহু বছর ধরে বাণিজ্য ও ট্রানজিট রুটকে চাপ প্রয়োগের একটি উপায় হিসেবে ব্যবহার করে আসছে। তাদের মতে, পাকিস্তানের পরিবর্তে বাণিজ্য ও ট্রানজিটের জন্য বিকল্প পথ খোঁজার ইমারাতে ইসলামিয়ার এই উদ্যোগ অত্যন্ত লাভজনক ও সময়োপযোগী।

এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের বাণিজ্যিক ও ট্রানজিট রুটগুলো পাকিস্তানের পক্ষ থেকে বন্ধ রয়েছে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলো ও ইরানের সঙ্গে স্থলপথ এবং আকাশপথে বাণিজ্য ও ট্রানজিট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img