বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

টেকনাফে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে এক ইয়াবা ব্যবসায়ীর বসত-ঘরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা ব্যবসায় জড়িত দুই সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ইসলাবাদ ও বর্তমান পুরান পল্লান পাড়া এলাকার মৃত শরীফের ছেলে নাছির (৩৬) ও পুরাতন পল্লান পাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (৩৯)।

আজ শুক্রবার (২৭ নভেশ্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ফয়েজ আহমদ নামে টেকনাফের এক শীর্ষ ইয়াবা কারবারীর বিরুদ্ধে অনুসন্ধান চালায় আমরা। সংবাদ আসে, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে তার বসত-ঘরে মজুদ রেখেছে। এই সংবাদে শুক্রবার ভোরে টেকনাফের ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ নাসির ও নুরুল আলমকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবা ব্যবসায়ী পুরান পল্লান পাড়ার জহির আহমদের ছেলে ফয়েজ আহমদের বসত-ঘরে ফের অভিযান চালানো হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে আরও ৫৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি নম্বর বিহীন বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে এ সময় ফয়েজ স্ত্রীসহ পালিয়ে যায়। আটক দুজনই তার সহযোগী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img