শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়া ইসরাইলের জন্য লজ্জাজনক পরাজয়: ইসরাইলি সাবেক নিরাপত্তা মন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই নিজ ভূমিতে ফিরে যেতে শুরু করেছে উত্তর গাজ্জার ফিলিস্তিনিরা।

আর তাদের এই বাড়ি ফেরার চিত্রকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য স্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির।

সেইসঙ্গে এই যুদ্ধবিরতিকে ইসরাইলের জন্য অপমানজনক একটি অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) এক এক্স বার্তায় এ বিষয়ে ইসরাইলের সমালোচনা করেন গেভির।

তিনি লিখেছেন, “এটাকে পরিপূর্ণ বিজয় বলা যায় না; যা বলা যায় তা হল, পরিপূর্ণ পরাজয়।”

একই পোস্টে, গাজ্জায় আবারও যুদ্ধ শুরু করার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদী মন্ত্রী।

উল্লেখ্য, গত সপ্তাহে হামাস-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে স্বেচ্ছায় পদত্যাগ করেন এই কট্টর ইহুদিবাদী মন্ত্রী।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img