বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

বিদেশফেরত আফগানদের সহায়তায় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান ডেপুটি প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী বিদেশফেরত আফগানদের সহযোগিতায় এগিয়ে আসতে দেশের সব নাগরিককে, বিশেষ করে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফারিয়াব প্রদেশে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বিদেশফেরত আফগানদের সহায়তা করতে হবে, যাতে তারা কোনো সমস্যা ছাড়াই শীতের কঠিন সময় পার করতে পারেন এবং স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারেন।

সাক্ষাতে ফারিয়াবের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দায়িত্বশীলদের সেবামূলক কার্যক্রম এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা এসব পদক্ষেপকে সব আফগানের জন্য উপকারী বলে মনে করেন।

তারা আরও বলেন, দেশে নিরাপত্তা প্রতিষ্ঠা হওয়ায় মানুষ সন্তুষ্ট। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক দেশীয় ও বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী উৎসাহিত হয়েছেন।

এদিকে মাওলানা আবদুস সালাম হানাফী বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রগতির পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগের বিকাশে সহায়ক বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে, এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহায়তায় আগের চেয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ