ভারতের কর্ণাটকের ইয়াদগির পৌরসভায় অবস্থিত ‘হজরত টিপু সুলতান সার্কেল’-এর নাম পরিবর্তন নিয়ে বিতর্কের জেরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ উত্তেজনা ব্যাপকভাবে শহরে ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সমস্যাটি শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ যা একটি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিতে পারে।
ইয়াদগির পৌরসভা মূলত বিজেপি দ্বারা পরিচালিত হয়। তাই উগ্র হিন্দুত্ববাদীরা এ সার্কেলটিকে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা সাভারকারের নামে নামকরণ করার দাবি জানিয়েছে।
এর পূর্বে এই মোড় টিকে মাওলানা আব্দুল কালাম সার্কেল বলা হতো। তবে উগ্র হিন্দুত্ববাদীরা দাবি করেছে, পৌরসভা কতৃপক্ষেথ অনুমতি ছাড়াই টিপু সুলতানের নামে সার্কেলটির নামকরণ করা হয়েছে।
অন্যদিকে টিপু সুলতানের পক্ষে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা জানিয়েছেন, তারা কোনোভাবেই এই নাম পরিবর্তন করতে দেবেন না।
স্থানীয় মুসলিমরা জানায়, ২০১০ সালে স্বয়ং সিটি পৌরসভা কতৃপক্ষ মহীশূরের শাসক বিখ্যাত মুসলিম বীর টিপু সুলতানের নামে এ মোড়টির নামকরণের অনুমতি দিয়ে।
ইয়াদগির পৌরসভার সভাপতি সুরেশ আম্বিগারা বলেন, “টিপু সুলতানের নামে এ মোড়ের নামকরণ অবৈধ। সাভারকারের নামে এ মোড়টির নামকরণের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারের দেওয়া সিদ্ধান্ত আমরা গ্রহণ করব।”
উল্লেখ্য, নির্বাচন ঘনিয়ে আসার কারনে ক্ষমতাসীন বিজেপি সরকার কর্তৃক সাভারকরের নামে এ মোড়টির নামকরণের প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা রয়েছে ব্যাপক।
সূত্র: মুসলিম মিরর











