বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গার্ডিয়ান পাবলিকেশন্সের এমডি নূর মোহাম্মদ গ্রেপ্তার

দেশের প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়ার দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৭ মার্চ) রাতে তাকে গুনাহারের ভান্ডুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার গাড়িচালক রাহিম খান এবং সহকারী রমজান আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো গত রাত ১১টার পর দুপচাঁচিয়া থানা থেকে আলাপ আছে বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিলো।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, নূর মোহাম্মদকে ইউনিয়নের ভান্ডুরিয়া এলাকা থেকে এবং অপর দুজনকে গুনাহারের সাহেব বাড়ি রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img