রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

আমেরিকায় ছুরিকাঘাতে ৪ জন নিহত; আহত ৭

আমেরিকার উত্তর ইলিনয়ে ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

নিহতের পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী তরুণী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ বছর বয়সী এক পুরুষ এবং ২২ বছর বয়সী একজন তরুণ রয়েছেন।

একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশে এ হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

পুলিশ বলেছে, যে এলাকার বাসিন্দাদের ওপর হামলা হয়েছে, সেখানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইলিনয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এক আততায়ী ইলিনয়ের একাধিক জায়গায় নৃশংসভাবে হামলা চালায়। এলোপাথাড়ি ছুরিকাঘাত করে বেশ কয়েকজনকে।

রকফোর্ড পুলিশ প্রধান কারলা রেড এক প্রেস ব্রিফিংয়ে বলেন, স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া ১টার দিকে আমাদের কাছে বেশ কয়েকটি ফোন আসে। এই ঘটনা খুবই ভয়ংকর। যারা মারা গেছেন ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ইতিমধ্যে ২২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ