সোমবার, মার্চ ৩১, ২০২৫

অনেকে চাঁদাবাজিকে নিজেদের অধিকার মনে করে: আসিফ মাহমুদ

সন্ত্রাস-চাঁদাবাজি শক্ত হাতে দমন করা হবে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমি মনে করি এখনও সন্ত্রাসী ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলমান রয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিলো আর বললো আমাকে ৫০ টাকা ১শ’ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা আদায় করে, তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার। তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে, এখন কেন চলবে না?’

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লার মুরাদনগরে উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে জন্য রক্ত দিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে। সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেসব বিষয় যুব সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেই বিষয়গুলো শক্ত হাতে দমন করা হবে।

মুরাদনগরে চাঁদাবাজির প্রেক্ষাপট নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমাদের সৌভাগ্য এখানে এমন মানুষজন আছেন, যাঁরা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। অনেকে আঘাতপ্রাপ্ত হয়েও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এটা আমাদের গর্ব, এখানেও এমন মানুষজন আছেন।

উপদেষ্টা বলেন, তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই যেখানেই চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ ও রুখে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে কাজ করে যাচ্ছে। আমি মুরাদনগরবাসীকে অনুরোধ জানাবো আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন।

তরুণ প্রজন্মের জন্য শিক্ষামূলক প্রতিযোগিতা বেশি আয়োজন করতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, তরুণ ও শিশু-কিশোরেরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদের যেভাবে গড়ে তুলবো, ভবিষ্যতে ঠিক তেমনি একটি বাংলাদেশ পাবো।

তিনি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় বেশি যুক্ত করার পরামর্শ দেন। তিনি মনে করেন এই হিফজুল কোরআন প্রতিযোগিতা একটি অনন্য উদ্যোগ। এমন আয়োজনের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৯ জনের মধ্যে ল্যাপটপ ও সনদ বিতরণ করেন আসিফ মাহমুদ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img