শরীরে দাজ্জালের অনুসারী ও নৃশংস বর্বর ক্রুসেডার হওয়ার বার্তা বহন করছেন গাজ্জায় নতুন গণহত্যায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মদদ দিয়ে যাওয়া আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) তার ট্যাটু সম্বলিত একটি ছবি ভাইরাল হয়।
ছবিতে পিট হেগসেথের তার ডান হাতের পেশিতে ল্যাটিন ভাষায় দেউস ভোল্ত (Deus Vult) ও আরবি ভাষায় কাফের ( كافر ) শব্দের খোদাইকৃত নতুন ট্যাটু দেখা যায়। যা দাজ্জালের অনুসারী হওয়ার ও ক্রুসেড ধর্মযোদ্ধা হওয়ার পরিচয় বহন করে। মধ্যযুগীয় নৃশংস বর্বর ক্রুসেডাররা নিজেদের শরীরে দেউস ভোল্ত ল্যাটিন শব্দটি বিভিন্ন ভাবে বহন করতো। যার অর্থ, ‘ঈশ্বর এমনটি চান’।
পিট হেগসেথ বুধবার সর্বপ্রথম তার এক্স একাউন্টে এই ছবিটি আপলোড করেছিলেন। হাওয়াইয়ে মার্কিন বিমান ও নৌ-বাহিনীর যৌথ ঘাঁটিতে দুর্ধর্ষ নেভী সিলের ডেলিভারি ইউনিটের সাথে কসরতকালে তুলেছিলেন।
৩টি ছবি পোস্ট করে লিখেছিলেন, জয়েন্ট বেইস পিএইচএইচে এসভিডিটি-১ এর যোদ্ধাদের সাথে দিন শুরু হলো। এই সিলেরা বর্শার ফলার ন্যায় তীক্ষ্ণ। তারা ঘাপ্টি ও আড়ালে থাকতে যেমন পারদর্শী, তেমনি যন্ত্রণা সইতে ও প্রাণ নিতেও উস্তাদ। আমেরিকার শত্রুরা তাদের ভয় পায়। মিত্ররা তাদের উপর ভরসা করে। আমেরিকার সেরাদের সেরার সাথে সময় কাটাতে পেরে আমি গর্বিত।
তার এই ছবি ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা একে তার সুস্পষ্ট ইসলাম বিদ্বেষ বলে মন্তব্য করছেন।
মানবাধিকার কর্মী কিসওয়ানি হেগসেথের সমালোচনা করে বলেন, এই ট্যাটু শুধু ব্যক্তিগত বিশ্বাস নয় বরং এটি আমেরিকার মতো রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্বে থাকা সর্বোচ্চ ব্যক্তির প্রকাশ্য ইসলামোফোবিয়ার পরিচয়ও বহন করে।
আরবিতে কাফের শব্দটি সকল অবিশ্বাসী মুসলিমদের বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে। শব্দটি ইহুদিবাদীদের জন্য বিশেষ বার্তাবহ। কেননা তারা দাজ্জালকে তাদের মাসীহ বা ত্রাতা মনে করে। শেষ জমানায় যার আগমন ঘটবে এবং তাদেরকে দু:খ দুর্দশা থেকে মুক্তি দিবে। বিশ্বব্যাপী ইহুদি শাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। তার কপালে কাফের লেখা থাকবে। তবে তা শুধুমাত্র মুমিনরাই দেখবে।
‘দেউস ভোল্ত’ মূলত তৎকালীন রোমের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পোপ দ্বিতীয় আরবানের ভাষণের অংশ বিশেষ, যা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও লড়াইয়ে লিপ্ত খ্রিস্ট শক্তিদের পবিত্র কুদস নগরী বা জেরুসালেম ও ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল পুনরুদ্ধারের ধর্মযুদ্ধে একত্রিত করার জন্য বলেছিলেন।
খ্রিস্টান সাম্রাজ্যগুলোর সম্রাট, মন্ত্রী, সেনাপতি ও লক্ষ লক্ষ খ্রিস্টান যোদ্ধাদের সমাবেশে তিনি জ্বালাময়ী ভাষণ দিয়ে এক পর্যায়ে বলেছিলেন, তোমরা পবিত্র রূহের সন্তান ও ঈশ্বরের যোদ্ধা। আর ‘ঈশর এমনটি চান’। সেই জ্বালাময়ী ভাষণ ও ‘ঈশ্বর এমনটিই চান’ বাক্যটি জাদুর মতো কাজ করে। জেরুসালেম ও কনস্টান্টিনোপল পুনরুদ্ধারের ধর্মযুদ্ধে সম্মতি স্বরূপ তারাও সমস্বরে বলে উঠে, ঈশ্বর এমনটিই চান। এর পর থেকে জেরুসালেম ও কনস্টান্টিনোপল পুনরুদ্ধারে অংশগ্রহণকারী সেনারা পবিত্র ধর্মযোদ্ধা হিসেবে আখ্যায়িত হতে থাকে। ইউরোপীয় ও খ্রিস্টান বিশ্বের যোদ্ধাদের ক্ষেত্রে নাইটস, টেম্পলার এধরণের শব্দের ব্যবহার মূলত তখন থেকেই শুরু হয়। সরাসরি পোপের অধীন বা নিয়ন্ত্রিত বাহিনীকে নাইটস বলে সম্বোধন করা হতো। ইউরোপের শিক্ষা বঞ্চিত ও নিপীড়িত সাধারণ জনগণ তাদেরকে ঈশ্বরের মর্যাদা দিতো।
উল্লেখ্য, পিট হেগসেথ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পূর্বে দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলেন। ২০০৩ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে মিনেসোটা আর্মি ন্যাশনাল গার্ডে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু করেছিলেন। কুখ্যাত গুয়ান্তানামো বে, ইরাক এবং আফগানিস্তানে মুসলিম নৃশংসতা ও হত্যাযজ্ঞের দায়িত্ব পালন করেছিলেন। এক পর্যায়ে পদোন্নতি পেয়ে মেজর পদে অধিষ্ঠিত হোন। বিভিন্ন সম্মাননাও লাভ করেন।